এই স্লো মোশন ভিডিওতে তাঁকে একটা ভারী টায়ার তুলতে দেখা যাচ্ছে। সানির ফিটনেস নিয়ে কোনও প্রশ্নই নেই। কিন্তু এ ধরনের ব্যায়াম এর আগে কোনওদিন করতে দেখা যায়নি।
সানি এই ভিডিও শেয়ার করে লিখেছেন, গত রাতে ক্রেজি ফুড পয়জনিংয়ের পর ফের নিজেকে শক্তিশালী লাগছে।
কিছুদিন আগে সানিকে আরবাজ খানের সঙ্গে তেরা ইন্তেজার সিনেমায় দেখা গিয়েছে। কিন্তু ওই সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।