মুম্বই: ভাইয়াজি সুপারহিট সিনেমার মুক্তির ক্ষেত্রে ইতিমধ্যেই অনেকটাই দেরী হয়েছে। শেষপর্যন্ত সানি দেওল, প্রীতি জিন্টা ও আমিশা পটেল অভিনীত এই সিনেমা চলতি বছরের জুনে মুক্তি পাবে বলে জানা গেছে।আরও খবর যে, সিনেমায় শিল্পীদের তালিকায় নয়া সংযোজন হতে পারে। সানি লিওন, নাহলে উর্বশী রউতেলাকে দেখা যেতে পারে সিনেমার প্রোমোশনাল গানে। তবে দুজনের মধ্যে কাকে নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমার প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল বলেছেন, আমরা দুজনের মধ্যে কোনও একজনকে বেছে নেব। কিন্তু কাকে নেওয়া হবে, তা এখনও স্থির হয়নি।

প্রোমোশনাল গানের শ্যুটিং মে মাসে শুরু হবে বলে জানিয়েছেন মহেন্দ্র।

২০১২-তে প্রথম ভাইয়াজি সুপারহিট সিনেমার ঘোষণা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বিলম্ব হয়। মহেন্দ্র বলেছেন, সিনেমাটির ৯০ শতাংশ শ্যুটিংই ২০১৬-তে হয়েছে।