মুক্তির আগেই বিতর্কে সানি লিওনের বায়োপিক, কী নিয়ে বিতর্ক জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2018 03:40 PM (IST)
নয়াদিল্লি: সানি লিওনের জীবন নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। আজই মুক্তি পাচ্ছে। তবে মুক্তির আগেই বিতর্কে জড়ালো 'করণজিত কউর:দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন'। কারণ, ছবিতে 'কউর' পদবি ছবির টাইটেল ট্র্যাকে ব্যবহার করা হয়েছে। এবিষয়ে বেশ কিছু শিখ গুরুর মত, সানি লিওন বহুকাল আগেই ধর্ম বদলে নিয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে এই পদবি তিনি আর ব্যবহার করতেই পারেন না। যদিও এব্যাপারে ছবির নির্মাতা বা সানি নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, এই ওয়েব সিরিজের মাধ্যমে সানির জীবনের বহু অচেনা, অদেখা, অজানা গল্প সকলের সামনে আসবে। মূলত এই ওয়েব সিরিজ থেকেই দর্শক জানতে পারবেন কীভাবে করণজিত কউর সানি লিওন হয়ে গেলেন। একজন সাধারণ মেয়ের পর্ন স্টার হওয়ার গল্প এই ওয়েব সিরিজ দেখেই জানতে পারবেন দর্শকরা। আজই জি ফাইভে অনলাইনে মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজ। জি ফাইভের অ্যাপে দেখা যাবে এই ছবি। সিরিজের পরিচালনা করেছেন আদিত্য দত্ত। ছবির টিজার আগেই ইউটিউবে ভাইরাল হয়েছে।