মুম্বই: অমিতাভ বচ্চন, অনিল কপূর সহ বহু বিশিষ্ট বলিউড তারকার পর এবার মাদাম তুসোর জাদুঘরে জায়গা পেতে চলেছেন সানি লিওন।
খবরে প্রকাশ, শীঘ্রই এই বলিউড অভিনেত্রীর মোমের মূর্তি বসতে চলেছে জাদুঘরের দিল্লি শাখায়। ফলে, এবার অভিনেত্রীর দর্শন না পেলেও তাঁর মোমের মূর্তি কাছ থেকে দেখতে পাবেন তাঁর অগনিত ভক্তকূল। তুলতে পারবেন সেলফিও।
জানা গিয়েছে, হুবহু পূর্ণ অবয়ব মোমের মূর্তি তৈরি করার আগে সম্প্রতি লন্ডনে মাদাম তুসোর সদর দফতর থেকে কয়েকজন প্রতিনিধি মুম্বইতে এসে সানির শরীরের মাপ, চোখ, ত্বকের ছবি তুলে নিয়ে যান।
এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে উচ্ছ্বসিত সানি লিওন বলেন, আমি শিহরিত। মাদাম তুসোর কাছে আমি কৃতজ্ঞ। নিজের মোমের মূর্তির বিষয়টি সত্যিই দারুন। নিজের মোমের মূর্তি দেখার জন্য মুখিয়ে আছি। এই সম্মান প্রদানের জন্য আমি গর্বিত।
প্রসঙ্গত, বিশ্বে মাদাম তুসোর ২৩টি মোমের জাদুঘর রয়েছে।