মুম্বই: সানি লিওনকে এবার হরর কমেডি সিনেমায় দেখা যাবে। তাঁর এই আগামী সিনেমা ‘কোকো কোলা’-র জন্য উত্তরপ্রদেশের স্থানীয় ভাষা শিখছেন সানি। সিনেমার নির্মাতা মহেন্দ্র ধারিওয়াল আগামী মাসের শেষের দিকে শুটিং শুরু করবেন।
উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে কাহিনী অবলম্বনে এই সিনেমা। এজন্যই সানি সেখানকার স্থানীয় ভাষা শিখছেন। সানি এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, কাজের ব্যাপারে নতুন জিনিস শেখার জন্য সর্বদাই মন খোলা রাখি..তা সে নতুন কোনও ভাষা শেখা হোক, বা অন্য কিছু..।
সানি আরও বলেছেন, এতে একজন শিল্পী হিসেবে বিকশিত হওয়ার সাহায্য পাওয়া যায়। আর কাজের সময় নতুন কিছু শেখার আনন্দ একেবারেই আলাদা। আমি নতুন একটা ভাষা শিখছি। আর তা সঠিকভাবে বলার জন্য প্রচুর পরিশ্রম করছি।
এই হরর কমেডি সিনেমার আগে সানি দক্ষিণ ভারতীয় সিনেমা রঙ্গিলা ও বীরমাদেবী-র মাধ্যমেও তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
আগামী হরর কমেডি সিনেমার জন্য উত্তরপ্রদেশের স্থানীয় ভাষা শিখছেন সানি লিওন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2019 05:51 PM (IST)
সানি লিওনকে এবার হরর কমেডি সিনেমায় দেখা যাবে। তাঁর এই আগামী সিনেমা ‘কোকো কোলা’-র জন্য উত্তরপ্রদেশের স্থানীয় ভাষা শিখছেন সানি। সিনেমার নির্মাতা মহেন্দ্র ধারিওয়াল আগামী মাসের শেষের দিকে শুটিং শুরু করবেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -