‘গণিতজ্ঞ হৃত্বিক’ এবার তাঁর অ্যাকাডেমির সফল ২৬ পড়ুয়ার জন্যে পার্টি দিলেন, সত্যিটা কী জানতে ক্লিক করুন এখানে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2018 03:01 PM (IST)
নয়াদিল্লি: বর্তমানে হৃত্বিক রোশন বিকাশ বহেলের পরবর্তী ছবি সুপার ৩০ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানে তাঁকে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে। শোনা যায়, হৃত্বিক যখন যে ছবিতে অভিনয় করেন, তখন সেই ছবির চরিত্রের একেবারে গভীরে ঢুকে যান হৃত্বিক। তাই হয়তো শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে করতে, তিনি নিজেও এখন একজন শিক্ষক হয়ে উঠেছেন। তাই আনন্দ কুমারের সুপার ৩০ অ্যাকাডেমির ২৬ জন সফল পড়ুয়া যাঁরা জেইই-অ্যাডভান্সডে সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের পার্টি দিচ্ছেন সুপারস্টার। আনন্দ কুমার হলেন একজন অঙ্কবিদ এবং অঙ্ক সংক্রান্ত বিভিন্ন জার্নাল ও ম্যাগাজিনেও ভাল কাজ করছেন। হৃত্বিক এই পার্টি দিচ্ছেন আগামী ২৩ জুন। সেখানে তিনি সফল পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন, তাঁদের চোখ দিয়ে জীবনকে দেখবেন।