সন্তানকে স্তন্যপান করাতে করাতে এই কাজটি করায় পদ্মালক্ষ্মীর প্রশংসায় নেটিজেনরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2018 01:21 PM (IST)
নয়াদিল্লি: বিশ্বজুড়ে যখন মাতৃদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার ট্রেন্ড চলছে, সেইসময় পদ্মালক্ষ্মীর এই ছবিটি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বর্তমান যুগে একজন সুপারমম কেমন হন, তিনি কীভাবে ভিন্ন ধরনের কাজ নিশ্চিন্তে একা হাতে সামলান, তার জ্বলন্ত উদাহরণ পদ্মালক্ষ্মীর এই ছবিটি। পদ্মা আজকের দিনটি উপলক্ষে পুরনো একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর নবজাতককে স্তন্যপান করাচ্ছেন, সঙ্গে অন্য হাতে মেকআপও করছেন। পুরো ঘটনাটাই ঘটছে টপ শেফের শ্যুটিং সেটে। পদ্মালক্ষ্মী একাধারে লেখিকা, অভিনেত্রী, টিভি সঞ্চালিকা। এবার তাঁর এই মাল্টিটাস্কিংয়ের জন্যে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।