কলকাতা: বসন্ত আসার আগেই গানের মঞ্চে বসন্তের ছোঁয়া। সুপার সিঙ্গার সিজন ৩-এর মঞ্চে পালিত হল হান্ড্রেড পান্সেন্ট লাভ উইক। ধারাবাহিকের জুটিরা ভাসলেন প্রেমের সুরে, কেউ কেউ আবার নিজেই যোগ দিলেন গানের প্রতিযোগীতায়। গানের মঞ্চে হাজির হলেন বরণ, মন ফাগুন, ধূলোকণা ও গ্রামের রানি বিনাপাণী ধারাবাহিকের নায়ক নায়িকারা। 


গোলাপি শাড়িতে মঞ্চে হাজির হয়েছিলেন 'মন ফাগুন' ধারাবাহিকের 'পিহু' ওরফে সৃজিলা গুহ। সঙ্গে অবশ্যই ছিলেন পর্দার ঋষি সেন ওরফে শন। 'বাতাসে গুন গুন' গানে একসঙ্গে নাচ করেন তাঁরা। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন সৃজিলা। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শনের জুটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। গোটা মঞ্চ সাজানো হয়েছিল ভালোবাসার থিমে। লাল ক্রিস্টাল ও হার্টের ছবিতে শন-সৃজিলার নাচ প্রেমের আমেজ ছড়াল দর্শক, বিচারক, প্রতিযোগীদের মধ্যেও। ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি ও পিহুর মধ্যেও সেতু বাঁধছে প্রেম। 


মঞ্চে র‌্যাপ গান পরিবেশন করেন পর্দার লালন ওরফে ইন্দ্রাশীষ রায়। ধারাবাহিকের মত মঞ্চেও তিনি সপ্রতিভ। মঞ্চে এসেছিলেন বরণ ধারাবাহিকের নায়িকা তিথি ওরফে ইন্দ্রাণী পাল। সোনু নিগমের সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। তাঁর সঙ্গে দাঁড়িয়ে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী। শুধু গান নয়, ইন্দ্রাণীর হাত ধরে নাচও করেন সোনু। 


শুধু নাচ গান নয়। মঞ্চে আয়োজন হয়েছিল ফুচকা প্রতিযোগীতারও। সেখানে অংশ নেন শন-সৃজিলা হল অন্যান্যরাও। সব মিলিয়ে জমজমাট সুপার সিঙ্গারের মঞ্চ। 


এই প্রথম নয়, সুপার সিঙ্গারের মঞ্চে আগেও আয়োজন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। 'সুুপার সিঙ্গার'-এর মঞ্চে হামেশাই খুনসুটিতে মাতেন যীশু ও বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। ভাইফোঁটার শ্যুটিংয়েই যীশুর কপালে ফোঁটা দেন কৌশিকী। ফোঁটা নিতে একেবারেই রাজি ছিলেন না যীশু। তাই তিনি যাতে পালাতে না পারেন, প্রতিযোগীদের গোল করে দাঁড়ানের নির্দেশ দিয়েছিলেন কৌশিকী। এরপর যীশুর কপালে ফোঁটা দিয়ে, কবিতা বলে তাঁকে বরণও করেন কৌশিকী। বিচারকের আসনে বসে হাসিতে ফেটে পড়লেন কুমার শানু, সোনু নিগম, মোনালী ঠাকুর।