নয়াদিল্লি: রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত ছবি '৮৩' (83) শুধুমাত্র অনুরাগীদের কাছ থেকে নয়, বলিউড তারকাদের কাছেও প্রবলভাবে প্রশংসিত হয়েছে। এবার সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) সেই তালিকায় যোগ হলেন যাঁরা সম্প্রতি মুক্তি পাওয়া ক্রিকেট ড্রামা '৮৩' ছবির প্রশংসা করেছেন। এই ছবি ১৯৮৩ সালের বিশ্বকাপে (1983 World Cup) ভারতের জয়যাত্রা দেখিয়েছে। 


রজনীকান্ত, ছবিটি সম্পর্কে তাঁর প্রশংসা জানিয়ে ট্যুইট করেন। স্পোর্টস ড্রামাটির প্রশংসা করে প্রবীণ অভিনেতা বলেন, "দুর্দান্ত সিনেমা! প্রযোজকদের অনেক অভিনন্দন।"


পরিচালক কবীর খান, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব, অভিনেতা রণবীর সিংহ এবং তামিল অভিনেতা জিভা, যিনি ছবিতে ক্রিকেটার শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করেছেন, তাঁদের ট্যাগ করেছেন পোস্টে।


 






এর পাশাপাশি, রজনীকান্ত ছবিটির পুরো কাস্ট এবং কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন। সিনেমাটি ভক্ত এবং সমালোচক উভয়ের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।


ছবির নির্মাতারা ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন। ছবির গানগুলোও দেশাত্মবোধে ভরপুর। ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়া '৮৩' ছবিটি রণবীর সিংহ এবং সাকিব সেলিম, হার্ডি সান্ধু, অ্যামি ভির্কের মতো অভিনেতার দুর্ধর্ষ অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছে। ছবিটিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছেন। তিনি ছবিতে রণবীরের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করেছেন।


আরও পড়ুন: Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের


দীপিকাও ছবির অন্যতম প্রযোজক। এছাড়া কমল হাসানের 'রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনাল' এবং আক্কিনেনি নাগার্জুনের 'অন্নপূর্ণা স্টুডিও' যথাক্রমে ছবিটির তামিল এবং তেলুগু সংস্করণের জন্য 'রিলায়েন্স এন্টারটেইনমেন্ট'-এর সঙ্গে হাত মিলিয়েছে।


পৃথ্বীরাজের প্রযোজনা সংস্থা এবং কিচ্চা সুদীপার 'শালিনী আর্টস' ছবিটির মালয়লম এবং কন্নড় সংস্করণ উপস্থাপন করেছে।