৮ বছর পর ভক্তমণ্ডলীর সঙ্গে দেখা করলেন রজনী। চেন্নাইয়ে রাঘবেন্দ্র মণ্ডপমে হয় এই মুখোমুখি সাক্ষাৎ। জানা গিয়েছে, হাজারের কাছাকাছি থালাইভা ভক্ত তাঁদের পর্দার ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন আজ, আলাদা আলাদাভাবে ছবিও তুলেছেন তাঁর সঙ্গে।
দক্ষিণী মানসে রজনীকান্তের আকাশচুম্বী প্রভাবের জন্য রাজনৈতিক দলগুলি তাঁকে পেতে বারবার সচেষ্ট হয়েছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, জয়ললিতার মৃত্যুর পর টালমাটাল তামিল রাজনীতিকে স্বাভাবিক করতে বিজেপি তাঁকে রাজনীতিতে আনার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসেননি রজনী।
আজ ফ্যানদের তিনি বলেছেন, জীবনে আমরা কে কী করব তা ঠিক করেন ভগবান। এখন তিনি আমাকে অভিনেতা হিসেবেই চাইছেন, সেই দায়িত্ব আমি পালন করব। যদি ভগবান চান, তবে কাল রাজনীতিতে আসব আমি। তবে তারপরেও আমি সত্যের পথে চলব, টাকা কামানোর ধান্ধায় ঘোরা লোকেদের সঙ্গে যোগাযোগ রাখব না।
১৯৯৬-এ তামিলনাড়ু বিধানসভা ভোটপ্রচারে রজনীকান্ত সরাসরি জয়ললিতার বিরোধিতা করেন। এর ফলে ভোটে হারেন জয়া। সেই ঘটনা উল্লেখ করে তা রাজনৈতিক দুর্ঘটনা ছিল বলে রজনী মন্তব্য করেছেন। কোনও রাজনৈতিক জোটের হয়ে প্রচারে নামা তাঁর উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।