তিনি নন, শাহরুখই থাকছেন মালয়েশিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর, জল্পনা উড়িয়ে জানালেন রজনীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2017 02:46 PM (IST)
চেন্নাই: শাহরুখ খানকে সরিয়ে মালয়েশিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার তাঁর কোনও ইচ্ছে নেই। জানিয়ে দিলেন সুপারস্টার রজনীকান্ত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আজই রজনীর চেন্নাইয়ের বাসভবনে এসে তাঁর সঙ্গে দেখা করে যান। এই সাক্ষাৎকে নেহাতই শুভেচ্ছা বৈঠক বলে ব্যাখ্যা করেছেন রজনী। মালয়েশিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে তা গুজব বলে উড়িয়ে দেন তিনি। ২০১৬-য় রজনীকান্ত কাবালি ছবির শ্যুটিংয়ে মালয়েশিয়া যান। সেখানকার বরিষ্ঠ শিল্পপতি ও রাজনীতিকদের সঙ্গে তাঁর রীতিমত ঘনিষ্ঠ সম্পর্ক।