৬৭-তে পড়লেন রজনীকান্ত, বললেন, জন্মদিনে কোনও উৎসব নয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2017 11:21 AM (IST)
চেন্নাই: আজ ৬৭-তে পা দিলেন সুপারস্টার রজনীকান্ত। উৎসবে মেতে উঠেছে তাঁর বিশাল ভক্তমণ্ডলী। তবে রজনী নিজে রয়েছেন যাবতীয় হইচই, আনন্দ থেকে দূরে। আজকের দিনটি নিজের মত করে, গোপনে কাটাতে চান তিনি। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এখনও বিপর্যস্ত তামিলনাড়ু। প্রায় ৫০০ মৎস্যজীবী নিখোঁজ, ৪০ জন মারা গিয়েছেন। তাঁদের সেই দুঃখে সামিল হতে এবারেও জন্মদিন পালন করছেন না রজনীকান্ত। এই নিয়ে পরপর তৃতীয় বছর জন্মদিনের উৎসবে যোগ দিলেন না তিনি। তবে রজনী দূরে থাকলেও আনন্দে মেতে উঠেছেন তাঁর ফ্যানরা। তাঁর দীর্ঘ ও সুখে স্বাচ্ছন্দ্যে ভরা জীবন চেয়ে রাজ্য জুড়ে আয়োজন হয়েছে প্রার্থনা সভার। চেন্নাই সহ সর্বত্র সাঁটা হয়েছে তাঁর পোস্টার। সকলের আবদার, থালাইভা, রাজনীতিতে আসুন আপনি। বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রজনীকে তাদের দলে স্বাগত জানাচ্ছে তারা। দলীয় সভাপতি অমিত শাহ নিজে এ কথা বলেছেন, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেন্নাইয়ে এসে দেখা করেছেন তাঁর সঙ্গে। আবার শোনা যাচ্ছে, নিজস্ব রাজনৈতিক দলও শুরু করতে পারেন তিনি।