কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীকে রাজ্য সরকারের তরফে গার্ড অফ অনার।
এর আগে দুপুর ৩টে পর্যন্ত বাড়িতেই রাখা হয় সুপ্রিয়া দেবীর মরদেহ। এরপর বাড়ি থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় অভিনেত্রীর মরদেহ। তিন ঘণ্টা সেখানে শায়িত রাখা হয় তাঁর দেহ। সেখানে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানায় তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও অগনিত অনুরাগীরা। রবীন্দ্র সদন থেকে সুপ্রিয়া দেবীর মরদেহ নিয়ে শেষযাত্রা হয় কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত।শেষযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রয়াত অভিনেত্রীর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টলিউডের বহু বিশিষ্ট মানুষ।