কলকাতা: রবিবার বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দেশজুড়ে। আর সেখানে এমন কিছু নাম রয়েছে যা বেশ চমকপ্রদই বলা যায়। এতদিন বিজেপির সমর্থকই ছিলেন তিনি, তবে ঘোষিত নয়। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরে জানা গেল, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপিতে যোগদান করলেন তিনি। আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন দলীয় পতাকা। ভূমিকন্যা হিসেবে হিমাচলের মান্ডির হয়ে নির্বাচনে চলছেন তিনি। তবে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেত্রীর কাছ থেকে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন কঙ্গনা। পাল্টা উত্তর দিতে অবশ্য ছাড়লেন না নায়িকাও।
ঠিক কী ঘটেছে? রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে রাজনীতিতে যোগদান করা ও প্রার্থী হওয়ার কথা জানিয়েছিল কঙ্গনা। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সোমবারই এক্স অ্যাকাউন্ট (প্রাক্তন ট্যুইটার) থেকে কঙ্গনার পুরনো একটি ছবি শেয়ার করে নেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিন্ডে (Supriya Shrinate)। ছবির ক্যাপশানে সুপ্রিয়া লিখেছিলেন, 'মান্ডিতে এখন কত দাম চলছে দয়া করে জানাবেন?' পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন সুপ্রিয়া। তবে এই আক্রমণের পাল্টা জবাব দিতে ছাড়েননি কঙ্গনা।
সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয়ার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়ে কঙ্গনা লেখেন, 'প্রিয় সুপ্রিয়াজী, একজন অভিনেত্রী হিসেবে ২০ বছরের কেরিয়ার আমার। সমস্ত পেশার, সমস্ত চরিত্রের নারীর ভূমিকায়তেই আমি অভিনয় করেছি। যেমন 'কুইন' ছবিতে আমি একজন ভীতু মেয়ে, তেমনই 'ধড়ক'-এ একজন ভীষণ সাহসী মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। মণিকর্ণিকা ছবিতে যেমন আমি একজন রানির ভূমিকায় অভিনয় করেছি, তেমনই চন্দ্রমুখীতে পেত্নী সেজেছি। 'রাজ্জো' ছবিতে একজন দেহব্যবসায়ীর ভূমিকায় আমায় দেখেছেন মানুষ, আবার 'থালাইভি'-তে একজন দুঁদে রাজনৈতিক নেত্রীর ভূমিকায়। আমার মনে হয়, আমাদের মেয়েদের এবার সংস্কারমুক্ত করে বড় করা উচিত। ঘরের মেয়েদেরও সেখানো উচিত প্রত্যেকটা পেশা সম্মানের যোগ্য। যাঁরা দেহব্যবসা করেন, তাঁদেরও সম্মানটা পাওয়া উচিত।'
বিজেপির তরফ থেকে এই ধরণের পোস্টের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন কংগ্রেস নেত্রী।