মুম্বই : বছর শেষ হতে এখনও বাকি তিন সপ্তাহ। তার আগেই ২০২১-এর সেরার তালিকায় উঠে এল তামিল ছবি ‘জয় ভীম’। ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি)-র পরিসংখ্যানে, দর্শকের পছন্দের নিরিখে বছরের সেরা ছবির শিরোপা পেয়েছে দক্ষিণী তারকা সূর্য অভিনীত এই ছবি।


নভেম্বর মাসের একদম শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘জয় ভীম’। বাণিজ্যিক ঘরানার ছবি হলেও, জনজাতি সম্প্রদায়ের উপর পুলিশি নৃশংসতার কাহিনী তুলে ধরা হয়েছে ছবিতে । জনজাতি সম্প্রদায়ের মানবাধিকারের দাবিতে লড়ে যাওয়া আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে সূর্যকে।


সত্য ঘটনা অবলম্বনে ‘জয় ভীম’ ছবির গল্প বুনেছেন পরিচালক টিজে জ্ঞানাভেল। এই ছবির জন্য নিজের ‘সুপারস্টার’ ভাবমূর্তি একেবারে ঝেড়ে ফেলেছিলেন তিনি। স্ত্রী জ্যোতিকার সঙ্গে ছবিটির প্রযোজনাও করেন সূর্য। ছবিটি ঘিরে বিতর্কের জেরে সূর্যকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।


‘জয় ভীম’ ছাড়াও, আইএমডিবি-র বছরের সেরা ১০ ছবির তালিকায় রয়েছে, হিন্দি ছবি ‘শেরশাহ’, ‘সূর্যবংশী’, তামিল ছবি ‘মাস্টার’, হিন্দি ছবি ‘সর্দার উধম’, ‘মিমি’, তামিল ছবি ‘কারনান’, হিন্দি ছবি ‘শিদ্দত’, মলয়ালি ছবি ‘দৃশ্যম-২’ এবং হিন্দি ছবি ‘হাসিন দিলরুবা’।


১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বরের মধ্যে মুক্তি পাওয়া ছবিকে নিয়েই আইএমডিবি-র তালিকা তৈরি হয়। তালিকায় ঠাঁই পেতে গেলে আইএমডিবি ব্যবহারকারীদের কাছ থেকে রেটিং পেতে হয় ন্যূনতম ৬.৫। 
ভারতে আইএমডিবি-র প্রধান যামিনী পটোদিয়ার কথায়, ‘‘কোন ছবি চর্চায় রয়েছে, নতুন কী ছবি মুক্তি পেয়েছে এবং কোনটা দেখা উচিত এবং কোনটা নয়, তার জন্য আইএমডিবি-র উপর ভরসা করেন সিনেমাপ্রেমীরা। এ বারের তালিকায় হিন্দি, তামিল, মলয়ালি ছবি রয়েছে। এতে ভারতের বৈচিত্র্যও ধরা পড়ে।’’


গত কয়েক বছরে বিশেষ করে দীর্ঘ লকডাউনে সিনেমাহল এবং টিভি ছেড়ে ওটিটি-র উপর ভরসা করতে শুরু করেছেন একটা বড় অংশের মানুষ। রাত জেগে ওয়েবসিরিজ দেখায় কমতি যান না কেউই। তার জরে ২০২১-এ মুক্তিপ্রাপ্ত সেরা দশ ভারতীয় ওয়েবসিরিজের তালিকাও প্রকাশ করেছে আইএমডিবি। তাতে এক থেকে দশে রয়েছে ‘অ্যাসপিরেন্ট’, ‘ঢিন্ডোরা’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘দ্য লাস্ট আওয়ার’, ‘সানফ্লাওয়ার’, ‘ক্যান্ডি’, ‘রে’, ‘গ্রহণ’, ‘নভেম্বর স্টোরি’ এবং ‘মুম্বই ডায়েরিজ ২৬/১১’।