রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত সিবিআই, দেখুন-কী জানতে চাওয়া হতে পারে

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ সিদ্ধার্থ পিঠানী, দীপেশ সবন্ত ও নীরজকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

Continues below advertisement
মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ সিদ্ধার্থ পিঠানী, দীপেশ সবন্ত ও নীরজকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই গতকাল রিয়া চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন দিয়েছে বলে খবর। রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের প্রশ্ন তৈরি বলে জানা গিয়েছে। সিবিআইয়ে দেওয়া বয়ানের সূত্র ধরে যে সব প্রশ্ন উঠে এসেছে, সেগুলির উত্তর রিয়ার কাছে জানতে চাওয়া হবে। দীপেশ তাঁর বয়ানে যেখানে রিয়ার নাম নিয়েছিলেন, সেই বিষয়ে রিয়াকে জিজ্ঞাসা করবে সিবিআই। সিদ্ধার্থ পিঠানীও রিয়াকে নিয়ে যা কিছু জানিয়েছেন, সেগুলির সত্যতা সম্পর্কেও তাঁকে প্রশ্ন করা হবে। সিবিআই রিয়ার কাছে জানতে চাইবে ১. আপনার ও সুশান্তর মধ্যে কেন ঝগড়া হল? ২. সুশান্তর বাড়ি ছাড়ার সাতদিন আগে ও সাতদিন পর কী হল? ৩. কেন সুশান্তর বাড়ি ছাড়লেন? ৪. সুশান্তর সঙ্গে আপনার মতভেদ কবে শুরু হল? আট জুন, যেদিন রিয়া সুশান্তর বাড়ি ছাড়েন, সেদিনকার বিস্তারিত সিবিআই জানতে চাইবে বলে সূত্রের খবর। রিয়ার জবাব সিদ্ধার্থ, দীপেশ ও নীরজের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। সুশান্তর বাড়ি ছাড়ার পর রিয়ার কোথাও যাওয়া-আসার সম্পূর্ণ তথ্য জানতে চাইবে সিবিআই। সুশান্তর রোজগারের অর্থ নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হবে। ৫. সুশান্তের রোজগারের নিয়ন্ত্রণ কার কাছে ছিল? ৬. সুশান্তর ডেবিট ও ক্রেডিট কার্ড কার কাছে থাকত? ৭.বাড়ির খরচ ও কর্মদের বেতনের হিসেবে কার কাছে থাকত? ৮. সুশান্ত পেশাগত সিদ্ধান্তে কি আপনি হস্তক্ষেপ করতেন? সুশান্তর রোজগার ও বাড়ির খরচ নিয়ে রিয়া যে জবাব দেবেন,সিবিআই তা তথ্যপ্রমাণের সঙ্গে মিলিয়ে দেখবে। সিবিআইয়ের কাছে সুশান্তর ব্যাঙ্ক স্টেটমেন্ট তো বটেই, লেনদেনেরও বিস্তারিত তথ্য রয়েছে। সুশান্তর সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়েও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ৯. সুশান্তর পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ১০. সুশান্তর দিদিদের সঙ্গে আপনার ঝগড়া কেন হয়েছিল? ১১. সুশান্ত ও আপনার সম্পর্ক কবে থেকে এবং কী পরিবর্তন হল? ১২. টাকাপয়সা লেনদেন নিয়ে সুশান্তর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? সুশান্তর অসুস্থতা সংক্রান্ত তথ্য তাঁর মৃত্যুর তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। রিয়ার দাবি, সুশান্ত চিকিত্সা করাতেন। এ জন্য রিয়ার কাছে সিবিআই জানতে চাইবে- ১৩. সুশান্তর কী হয়েছিল, কোন অসুস্থতার জন্য চিকিত্সা চলছিল? ১৪. সুশান্ত চিকিত্সকদের কাছে যেতেন, না চিকিত্সকরা বাড়িতে আসতেন? ১৫.সুশান্ত কী ওষুধ খেতেন, প্রেসক্রিপশন কোথায় ? ১৬. সুশান্তর মেডিক্যাল রেকর্ড কার কাছে থাকত?
Continues below advertisement
Sponsored Links by Taboola