মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে তোলপাড় বলিউড। আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দ্বিধাবিভক্ত সিনেমহল। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করল মুম্বই পুলিশ। পেশাদারি শত্রুতার জেরে অভিনেতার আত্মহননের সিদ্ধান্ত কি না, তা জানতে তৎপর তদন্তকারীরা। এবার যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে তাদের চুক্তির নথি চাইল পুলিশ।
‘কাই পো চে’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’-র মতো হিট সিনেমায় অভিনয় করে শিরোনামে এসেছিলেন সুশান্ত। ৩৪ বছরের অভিনেতার কাজ সকলের কাছে প্রশংসিত হয়েছিল। বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর তোলপাড় বলিউড। কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রী থেকে শুরু করে সুশান্তের পরিবারের সদস্য, অনেকেই অভিযোগ করেছিলেন যে, মানসিক চাপ দিয়ে তাঁকে আত্মহননের পথ বেছে নিতে কার্যত বাধ্য করা হয়েছে। বলিউডে স্বজনপোষণের অভিযোগও আরও জোরাল হয়েছে।
সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। যশ চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসকে চিঠি পাঠিয়েছেন তদন্তকারীরা। প্রয়াত অভিনেতার সঙ্গে যশ রাজ ফিল্মসের চুক্তির নথি চেয়েছে পুলিশ। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে পেশাদারি শত্রুতা ছিল কি না, সেটাও দেখছি আমরা।’
এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে সুশান্তের চুক্তি যাঁদের মাধ্যমে হয়েছিল, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। যশ রাজ ফিল্মসের সঙ্গে দুটি সিনেমা করেছেন সুশান্ত। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ও ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’। সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের সঙ্গে ‘পানি’ সিনেমাটিও করার কথা ছিল সুশান্তের। পরে পিছিয়ে আসে যশ রাজ ফিল্মস।
পেশাদারি শত্রুতা? যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে চুক্তির নথি চাইল মুম্বই পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2020 02:36 PM (IST)
এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -