সুশান্ত মৃত্যুতদন্ত: ‘সিবিআই এখনও তদন্তভার নেয়নি, মামলা সুপ্রিম কোর্টে’ মন্তব্য মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2020 12:36 PM (IST)
আজ সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পাঠানিকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ইতিমধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই।
মুম্বই: আজ সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পাঠানিকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। ইতিমধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। পাশাপাশি মামলার আর্থিক বিষয়টি তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, সিবিআইয়ের হাতে এখনও তদন্তভার যায়নি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। ১১ অগাস্ট ওই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে মুম্বই পুলিশ যোগ্যতার সঙ্গেই ওই ঘটনার তদন্ত করতে সক্ষম বলে তাঁর দাবি। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে গতকাল তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে ৯ ঘণ্টা জেরা করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে তাঁর টাকার উত্স নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি রিয়া। কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে অত টাকা এল, কীভাবে তা রোজগার করেছেন তিনি, রিয়া সে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে। তাঁর কাছে আর্থিক লেনদেন নিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে।