মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলায় চলচ্চিত্র নির্মাতা দীনেশ বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় হানা এনফোর্সমেন্টে ডিরেক্টরেট (ইডি)-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর বেশি কিছু জানা যায়নি এই সূত্র থেকে।
সংবাদসংস্থা এ ব্যাপারে বিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যদিও এখনও তাঁর কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
‘রাবতা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল বিজানের। ওই সিনেমায় সুশান্তর সঙ্গে দেখা গিয়েছিল কৃতি স্যাননকে। ২০১৭-তে রাবতা মুক্তি পেয়েছিল। ওই সিনেমার সহ-প্রযোজকও ছিলেন বিজান। ওই সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল।
সুশান্তর বাবা কেকে সিংহর অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের দায়ের করা এফআইআর অনুসারে ইডি গত ৩১ জুলাই আর্থিক তছরুপের মামলা রুজু করে। কেকে সিংহর অভিযোগ ছিল, অভিনেতার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা স্থানান্তরিত হয়েছে। ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে সুশান্তর কোনও সম্পর্ক নেই।
এই মামলায় ইডি সুশান্তর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং তাঁদের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী সব বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের সুশান্তকে।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলা: ‘রাবতা’ সিনেমার পরিচালক দীনেশ বিজানের চার ঠিকানায় ইডি-র তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 05:28 PM (IST)
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর ঘটনায় আর্থিক তছরুপের মামলায় চলচ্চিত্র নির্মাতা দীনেশ বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় হানা এনফোর্সমেন্টে ডিরেক্টরেট (ইডি)-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিজানের সঙ্গে সম্পর্কিত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এর বেশি কিছু জানা যায়নি এই সূত্র থেকে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -