ওড়িশা পুলিশের ডিজিপি জানাচ্ছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে রাজ্য পুলিশ মোট ১ হাজার ৫৪ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে। এটি একটি রেকর্ড। এই ১ হাজার ৫৪ কুইন্টালের মধ্যে ৪১৩ কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে কোরাপুট জেলা থেকে। ২৪০ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে মালকানগিরি থেকে। এই দুটি জেলাকেই লুকিয়ে গাঁজা চাষের প্রধান আখড়া বলে মনে করা হয়। ডিজিপি জানাচ্ছেন, গাঁজা চাষের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে বিশেষ সাহায্য করছে ইসরোর স্যাটেলাইট। ওড়িশার মতো এমন বিপুল পরিমাণ গাঁজা এর আগে ভারতের কোনও রাজ্যে উদ্ধার করা হয়নি। এর আগে ২০১৭ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সর্বাধিক ৭৮০ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছিল। সেই রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছে ওড়িশা।
রাজ্য পুলিশ জানিয়েছে, এখানেই শেষ নয়, চলতি বছরের বাকি মাসগুলিতেও গাঁজা উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হবে। ফলে আরও অনেক গাঁজা উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে। বছরের শেষে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ আনুমানিক ১২ হাজার কুইন্টাল হবে বলে জানাচ্ছে ওড়িশা পুলিশ। পুলিশ কর্তাদের তরফে জানানো হয়েছে শুধু গাঁজা উদ্ধার করাই নয়, এই ব্যবসার বিপুল অঙ্কের টাকা কাদের হাতে ঘুরে বেড়াচ্ছে, সেই খোঁজও চলছে। পুরো চক্রটাকে ভেঙে দেওয়াই তাঁদের উদ্দেশ্য।