মুম্বই: ১৪ জুন। ঠিক ২ বছর আগে বলিউডের আকাশ থেকে অকালে ঝরে পড়েছিল একটা তারা। হঠাৎ। আকস্মিক। ২ বছর আগে আজ রাতে কেউ জানতেনও না, আগামীকাল রাতে বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হবে সুশান্ত সিং রাজপুতের (Sushant Sigh Rajput) মৃতদেহ। বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে নিজের সবুজ কুর্তা গলায় জড়িয়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত। তর্ক-বিতর্ক, মামলা, গ্রেফতার.. নাহ. ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে।
খুব অল্প সময়েই দর্শকদের মনে দাগ কেটেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' থেকে শুরু করে 'কাই পো চে', 'রাবতা', 'ছিঁছোড়ে' একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। ২০২০ সালের ১৪ তারিখের পরে দর্শকদের মনে রয়েছে গিয়েছে সুশান্তের সেই মিষ্টি হাসিটাই।
আরও পড়ুন: Nusrat Yash: নুসরত নয়, সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে অন্য নামে সম্বোধন যশের!
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য গ্রেফতার করা হয়েছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)-কে। মাদক সরবরাহ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সুশান্তের মৃত্যুর পরে দীর্ঘদিন মামলা চালিয়েছিল এনসিবি। গ্রেফতার করা হয়েছিল সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিটানকেও (Siddharth Pithani)। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে মুখ খুলেছিলেন তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখণ্ডেও (Ankita Lokhande)। সুশান্তের মৃত্যুর জন্য সরাসরি রিয়াকেই দায়ী করেছিলেন তিনি। ২ বছর পেরিয়ে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। স্বাভাবিক জীবনে ফিরে কাজ শুরু করেছিলেন রিয়াও। কেবল ফিরে পাওয়া যায়নি সুশান্তকে।
অনেকে অবশ্য সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন অবসাদকে। একের পর এক ছবি ফ্লপ। হাতে সেভাবে কোনও বড় প্রোজেক্ট নেই। তার ওপর ব্যক্তিগত জীবনেও ভাঙাগড়া লেগেই ছিল। অনেকেই বলেছিল, অবশেষে অবসাদই কেড়ে নিল সুশান্তর জীবন। নিজের জীবনের ইতি টানলেন নিজেই। ১৪ জুন, রবিবার মুম্বইয়ে বান্দ্রায় তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ।
অবসাদ, মাদক যোগ নাকি নিছক মুহূর্তের ভুল সিদ্ধান্ত? ২ বছর পেরিয়েও ধোঁয়াশা রয়ে গেল সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে। হাজার হাজার অনুরাগীর মনে এখনও ঘুরে ফিরে আসে এই একই প্রশ্ন.. যে হাসি আট থেকে আশির মন কেড়ে নিতে পারত অনায়াসে, সেই হাসির পিছনে কী কোনও মনখারাপ লুকনো ছিল যা পড়তে পারল না রুপোলি পর্দা?