মুম্বই: দেশে করোনা (Coronavirus) পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর (Death) সংখ্যা। মহারাষ্ট্রের (Maharashtra) পরিস্থিতি অনেকটা এমনই। কিন্তু চিন্তা বাড়িয়ে তুলেছে ওমিক্রন (Omicron)। সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে মুম্বইয়ে BA.4 এবং BA.5 ওমিক্রন সাব-ভেরিয়েন্টের তিনটি নমুনা পাওয়া গিয়েছে। এই দুটি উপ-প্রজাতিই অত্যন্ত সংক্রমক। যা করোনার তৃতীয় ঢেউয়ের জন্য কিছুটা দায়ী।     


সে রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে, কস্তুরবা হাসপাতালের পরীক্ষাগারে এই দুইটি ভ্যারিয়েন্টের উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে। চারজনের দেহে পাওয়া গিয়েছে এই ভাইরাসের উপস্থিতি। চারজন রোগীর মধ্যে দু'জন ১১ বছরের মেয়ে ও একজন ৪০ এবং একজন ৬০ বছর বয়সি পুরুষ রয়েছে। এরা সকলেই বর্তমানে হোম আইসোলেশনে।                          


এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৫৮২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৩০ হাজার ১০১।  


আরও পড়ুন, দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার  


ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার পাবলিক প্লেসে ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে । এখন বাস, ট্রেন, সিনেমা হল, অডিটোরিয়াম, হাসপাতাল, কলেজ, স্কুল এবং সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সম্প্রতি একাধিক বলিউড তারকারা আক্রান্ত হয়েছে করোনায়।  


প্রসঙ্গত পরিসংখ্যান অনুযায়ী, মুম্বইয়ে করোনা সংক্রমণ বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১৭ মে থেকে প্রায় এক মাসের মধ্যে মুম্বইতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার শতাংশ। গত ১৭ মে মুম্বইয়ে করোনায় সংক্রমতি হয়েছিলেন ১৫৮। সেই একই দিনে শহরে করোনা সংক্রমিতের মোট সংখ্যা ছিল ৯৩২। তারপর থেকে গত প্রায় এক মাসে সংখ্যাটি কার্যত গুণিতক হারে বেড়েই চলেছে। গত শনিবার অর্থাৎ ১১ জুন মুম্বইয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ হাজার ৪৭ জনে। অর্থাৎ ১৭ মে থেকে হিসেব করলে এই বৃদ্ধি ৯৭৮ শতাংশ, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।