মুম্বই: ২০১৮য় 'কেদারনাথ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেটে একসঙ্গে কাটিয়েছিলেন অনেকটা সময়। সুশান্তের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ। অভিনেতার মৃত্যুতে ফিল্ম দুনিয়ার কুৎসিত ও হিংসাত্মক চেহারাটাই সামনে চলে আসে। তিনি আরও বলেন, সুশান্তের জন্য খারাপ লাগে। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারণ। ও সব সময় মহাশূণ্য, গ্রহনক্ষত্র নিয়ে কথা বলত। বিজ্ঞান খুব পছন্দ করত সুশান্ত। বলিউডে অনেকের মতোই নীতীশের অভিযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়। সবাই একা এখানে। সুশান্তের মৃত্যু আবারও তা প্রমাণ করল। মনের কথা ভাগ করে নেওয়ার লোক এখানে নেই। সেই সঙ্গে অবশ্য তিনি আরও বলেন, এই প্রজন্ম সমস্যার মোকাবিলা করতে পারে না। ভেঙে পড়ে। ব্যর্থতা আসতেই পারে, তাবলে জীবন শেষ করে দেব? এটা ঠিক নয়!