এরই মধ্যে নতুন মোড় সুশান্ত-মৃত্যু তদন্তে। না, কোনও বিষক্রিয়ায় মৃত্যু হয়নি অভিনেতার। শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন। জানা গেল, এইমসের ফরেন্সিক রিপোর্টে। সূত্রের খবর, কুপার হাসপাতালের রিপোর্টও ফের খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অন্যদিকে মঙ্গলবারই বম্বে হাইকোর্টে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিন আবেদনের শুনানি হয়। মাদক-যোগে ধৃত রিয়া-সৌভিক সহ পাঁচ অভিযুক্ত জামিনের আবেদন করেন। আপাতত ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রিয়া-সৌভিক। ২২দিন ধরে জেলে রয়েছেন রিয়া।
সূত্রের খবর, এবার সুশান্তের দুই দিদিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের ভগ্নীপতিকেও! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে ১০৬ দিন। সিবিআইয়ের তদন্তে নামার পরও ৪০ দিন কেটে গেছে। সিবিআই-এর ২১দিন জিজ্ঞাসাবাদ করাও হয়ে গেছে। কিন্তু অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি।
সূত্রের খবর, সুশান্ত মামলায় এবার তাঁর দুই দিদি প্রিয়ঙ্কা ও মিতুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সুশান্তের ভগ্নীপতি আইপিএস অফিসার ও পি সিংকেও জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাম মনোহর লোহিয়া হাসপাতালের এক চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ৩০৬ ধারা অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত করছে তারা।
সুশান্তের পরিবার যেমন রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে, তেমনই রিয়াও সুশান্তের পরিবারের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি রিয়া নয়, তাঁর দিদিই ছিলেন! এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, সুশান্ত আত্মহত্যা করে থাকলে, তাঁকে কে প্ররোচনা যুগিয়েছিল?