প্রায় জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ঈশান কিষাণ ৫৮ বলে ৯৯ রান করে আউট হয়ে যাওয়ার পর ম্যাচ টাই করেন কাইরন পোলার্ড। এরপরও অবশ্য সুপার ওভারে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান বিরাট। সেই মুহূর্তের উত্তেজনা ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নেন অনুষ্কা।
অনুষ্কা লেখেন, “ উফ! একজন অন্তঃস্বত্ত্বা মহিলার জন্য একটু বেশিই উত্তেজক ম্যাচ। কী অসাধারণ টিম! '' ম্যাচ শেষের সেলিব্রেশনের কোলাজও শেয়ার করেন মিসেস কোহলি।
এর আগেও সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর বিরাট-ঘরণী সেলিব্রেশনের ছবি শেয়ার করেন। তখন তিনি লিখেছিলেন, উইনিং স্টার্ট।
গত অগাস্টেই মা হতে চলার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। লেখেন ২০২১ ই আসতে চলেছে তাঁদের সন্তান। ইদানীং বেবি বাম্প সহ বেশ কিছু ছবিও শেয়ার করেন অনুষ্কা।
সম্প্রতি বিরাট-অনুষ্কাকে নিয়ে করা গাওস্করের একটি মন্তব্যে বিতর্ক ছড়ায়। মন্তব্যটিকে 'কুরুচিকর' বলেন বিরাট ঘরণী। কিন্তু সেই নিয়ে পাল্টা আক্রমণের সম্মুখীন হতে হয় তাঁকে।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজের মন্তব্যে ব্যাখা দিয়ে গাওস্কর বলেছেন, লোকজন তাঁর বক্তব্য ভুল বুঝেছেন এবং ভুলভাবে উদ্ধৃত করছেন। এরফলেই বিতর্কের সূত্রপাত।
কোহলির পারফরম্যান্স নিয়ে অনুষ্কাকে আগেও অনুষ্কাকে কাঠগড়ায় তোলা হয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে গাওস্কর বলেন, এমন কথা উঠলে তিনি এমনও বলেছেন যে, কোহলি সেঞ্চুরি করলে সেই কৃতিত্ব কেউ অনুষ্কাকে তো দেয় না। লিটল মাস্টার আরও বলেছেন, বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের যাওয়ার অনুমতির ব্যাপারে তিনি সর্বদাই সওয়াল করে এসেছেন।
গাওস্কর বলেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি শুধুমাত্র বলতে চেয়েছেন যে, লকডাউনের সময় প্লেয়াররা ঠিকঠাক অনুশীলন করতে পারেননি। মুম্বইয়ে হাউসিং কমপ্লেক্সে অনুষ্কার সঙ্গে কোহলির টেনিস বল ক্রিকেট খেলার ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন।