পটনা: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি। এবার পটনা হাইকোর্টে ওই ঘটনার তদন্তভার বিহার পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জমা পড়ল। ওই আবেদনে বলা হয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় বিহার পুলিশ ও মহারাষ্ট্র পুলিশ আলাদা আলাদা ভাবে তদন্ত করছে। দুই রাজ্যের পুলিশের তদন্তে কোনও সমন্বয় নেই বলে দাবি করেছেন আবেদকারীরা। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন দুই আবেদনকারী। সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও।



 

জানা গেছে, বিএসপি সুপ্রিমো মায়াবতী ও কার্ণি সেনাও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিহার সরকারকে নাকি কার্ণি সেনার তরফ থেকে বোঝানো হয়েছে, এবার এই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার আর্জি না জানালে, জন আন্দোলন হতে পারে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ১ মাসেরও বেশি সময় পর পটনা পুলিশের কাছে ৬ পাতা লম্বা এফআইআর দায়ের করেন বাবা কেকে সিংহ। ১৫ কোটি টাকা আত্মসাৎ, ছেলের উপর প্রভাব খাটানো, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো ভয়ঙ্কর সব অভিযোগ আনেন
সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

তারপর বিহার থেকে মুম্বইতে কেসটি সরানোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়া। তাঁর দাবি, প্রভাব খাটিয়ে সুশান্তের বাবা তাঁর বিরুদ্ধে ভুল অভিযোগ এনেছেন। রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেন, সুশান্ত মৃত্যুর তদন্ত যেন পটনা থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। এই প্রেক্ষিতে সুশান্তের বাবার তরফে সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয়।অর্থাৎ‍ তিনি আর্জি জানান, রিয়ার আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আদালত যেন তাঁর কথাও শোনেন। বিহার সরকারের তরফেও সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।

যদিও সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে ডিপ্রেশনের তত্ত্ব উড়িয়ে দেন। বলেন, সুশান্তের চরিত্রের সঙ্গে বাইপোলার ডিসঅর্ডারের বিষয়টি কোনওভাবেই মেলে না। অঙ্কিতা এও বলেন, সুশান্ত তাঁকে বলেছিলেন, রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি সুখী নন, তাঁকে হেনস্থা করে রিয়া।