মুম্বই: মৃত্যুর আগের দিন পরিচালক, প্রযোজকের সঙ্গে কনফারেন্স কল, চিত্রনাট্য নিয়ে আলোচনা। পরদিন ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! এমনটাই হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে? ১৩ জুন পরপর ৫টি ফোনে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলেন সুশান্ত, জানতে চেয়েছিলেন চরিত্র সম্পর্কেও। সামনে এল সুশান্তের সঙ্গে ট্যালেন্ট ম্যানেজার উদয় সিং গৌরী-এর কথোপকথনের রেকর্ড ।
উদয় সিং গৌরী জানান, পরপর ৫ টি কনফারেন্স কলে সুশান্তের সঙ্গে কথা হয়েছিল পরিচালক ও প্রযোজকের। পরপর ৫টি ফোন কলে মোট ১২ মিনিট কথা হয়েছিল। তারপর কানেকশন খারাপ হওয়ার জন্য কেটে যায় ফোন। কিন্তু ফোনে সুশান্ত যথেষ্ট স্বাভাবিক ভাবেই কথা বলেছিলেন বলেই দাবি করছেন উদয় সিং গৌরী। সেই ফোনে চিত্রনাট্য নিয়ে বিভিন্ন যথাযথ প্রশ্ন করেছিলেন তিনি। কোনওরকম অসংলগ্ন কথা বা ডিপ্রেশনের লক্ষণ তাঁর মধ্যে দেখতে পাননি বলেই জানান উদয় সিং গৌরী।
বর্তমানে সুশান্ত মৃত্যু তদন্তের দায়ভার নিয়েছে সিবিআই। আজ মামলা দায়ের করা হয়েছে। গত ১৪ জুন বান্দ্রায় নিজের ঘর থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। সুশান্তকাণ্ডে তলব করা হতে পারে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে।
১৩ জুন চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন, পরদিনই উদ্ধার ঝুলন্ত দেহ! প্রকাশ্যে সুশান্তের কল রেকর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 08:37 PM (IST)
১৩ জুন পরপর ৫টি ফোনে নতুন ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলেন সুশান্ত, জানতে চেয়েছিলেন চরিত্র সম্পর্কেও। সামনে এল সুশান্তের সঙ্গে ট্যালেন্ট ম্যানেজার উদয় সিং গৌরী-এর কথোপকথনের রেকর্ড ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -