নীরজ পান্ডে পরিচালিত এই ছবিতে সুশান্ত ছাড়াও রয়েছেন হেরি ট্যাংরি। তিনি অভিনয় করছেন যুবরাজ সিংহের চরিত্রে। আর ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবাণী। ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দেখুন! এমএস ধোনির বায়োপিকের দ্বিতীয় পোস্টার!!
ABP Ananda, web desk | 08 Aug 2016 04:55 AM (IST)
মুম্বই: ছবিমুক্তির আর দু'মাসও নেই। এর মধ্যেই প্রকাশ্যে এল এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরির দ্বিতীয় পোস্টার। ধোনির ভূমিকাভিনেতা সুশান্ত সিংহ রাজপুত নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন পোস্টারটি। লিখেছেন