রিও ডি জেনেইরো: রিওয় ইতিহাস গড়লেন দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে ভল্ট বিভাগের ফাইনালে পৌঁছলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট। কোয়ালিফাইং রাউন্ডে অষ্টম হয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন দীপা। ১১ তারিখ ফাইনালে গোটা দেশের নজর থাকবে তাঁর দিকে।
অলিম্পিক্স মানেই বিশ্বের সেরা মঞ্চ। এখানে সেরা ফল করার জন্য মুখিয়ে থাকেন গোটা বিশ্বের সমস্ত চ্যাম্পিয়ন। কিন্তু জীবনের প্রথম অলিম্পিক্সে নেমে সবাইতে চমকে দিয়েছেন ২৩ বছরের মেয়েটি। ভল্টে তৃতীয়বারের চেষ্টায় দীপা নিখুঁতভাবে করে দেখান মারাত্মক কঠিন প্রোদুনোভা ভল্ট। ১৪.৮৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করে ভল্ট বিভাগের ফাইনালে ওঠেন তিনি।
জিমন্যাস্টরা জানাচ্ছেন, বিশ্বের মাত্র ৫জন জিমন্যাস্ট সফলভাবে করেন এই প্রোদুনোভা ভল্ট। ল্যান্ডিংয়ের সময় একটু ভুলচুক হলেই জিমন্যাস্ট গুরুতর জখম হতে পারেন, এমনকী প্রাণসংশয়ও বিচিত্র নয়। কিন্তু অকুতোভয় ত্রিপুরার তরুণী। তিনি জানিয়েছেন, শেষ ৩ মাসে অন্তত হাজারবার এই ভল্ট সফলভাবে পারফর্ম করেছেন তিনি। এখন এটাই তাঁর কাছে সবথেকে সহজ ভল্ট।
অলিম্পিক্সের কষ্টিপাথরে নিজেদের পরখের প্রশ্নে ভারতীয়রা বরাবরই পিছিয়ে। রিও অলিম্পিক্সও এখনও তেমন কোনও আলো দেখাতে পারেনি আমাদের। কিন্তু ১১ তারিখ অগাধ প্রত্যাশা বুকে নিয়ে টিভির সামনে বসবেন অসংখ্য ভারতবাসী। পার্বত্য রাজ্যের এক বাঙালি মেয়ের শূন্যে আরও একটি নিখুঁত ভল্টের অপেক্ষায় থাকবেন তাঁরা।
রিওয় ইতিহাস: জিমন্যাস্টিক্সে ভল্ট বিভাগের ফাইনালে দীপা কর্মকার
ABP Ananda, web desk
Updated at:
08 Aug 2016 02:29 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -