প্রসঙ্গত, সুশান্তের আত্মহত্যা বলিউডের অন্দর সম্পর্কে অভিযোগের প্য়ান্ডোরার বাক্স খুলে দিয়েছে। সুশান্তর জীবন সম্পর্কে যেমন বহু তথ্য সামনে এসেছে, তেমনই হিন্দি ছবির দুনিয়ায় স্বজনপোষণ, তারকা পরিবারের ছেলেমেয়েদের প্রতি পক্ষপাতিত্ব, নামী পরিবারের তকমা না থাকা কলাকুশলীদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। স্বামী তাঁর চিঠিতে দাবি করেন, বেশ কয়েকটি সূত্রে তিনি জেনেছেন, ফিল্ম দুনিয়ার প্রভাবশালী কিছু রাঘববোয়াল সুশান্তের আত্মহত্য়া মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি লেখেন, মুম্বইয়ে আমার সূত্রের মাধ্য়মে জেনেছি, বলিউডের ফিল্মি দুনিয়ায় একাধিক বড় মানুষজন, যাঁদের সঙ্গে দুবাইয়ের ডনদের যোগসাজশও আছে, নিশ্চিত করতে চাইছেন যে, পুলিশ এমনভাবে তদন্ত করুক যাতে রাজপুতের মৃত্যুর পিছনে স্বেচ্ছায় আত্মহত্যাকেই কারণ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। তিনি ‘ভারত সরকারের প্রধান’কেও আবেদন করেন যাতে এই মামলায় সিবিআই তদন্তে রাজি হতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে তিনি পরামর্শ দেন। পাশাপাশি সাংসদদেরও এই মামলায় সিবিআই তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার আবেদন করেন তিনি।