নয়াদিল্লি: মাত্র পাঁচ টাকা দরকার ছিল! কিন্তু সেটুকুও ছিল না। তাই পাওয়া গেল না হাসপাতালের রেজিস্ট্রেশন স্লিপ। ফলে সরকারি হাসপাতালের গেটের বাইরেই শুয়ে অপেক্ষা করতে করতে মৃত্যু হল রোগীর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়।


জানা গিয়েছে মৃতের নাম সুনীল ধাকড়। অশোকনগর জেলার বাসিন্দা ছিলেন তিনি। হতদরিদ্র এক পরিবারের সদস্য সুনীল যক্ষ্মায় ভুগছিলেন। কোলে এক দুধের শিশুকে নিয়ে, কোনওমতে স্বামীকে হাসপাতালের গেট অবধি আনতে পেরেছিলেন সুনীলের স্ত্রী। রেজিস্ট্রেশন ফি মকুব করার জন্য অনেক আবেদন-নিবেদন করেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। সারারাত গুনা জেলা হাসপাতালের বাইরে তিনি অপেক্ষা করেন। একসময়ে সুনীল মারা যান।

মধ্যপ্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ট্যুইটে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। তিনি লেখেন, ‘আপনারা বিধায়কের দরাদরি, কেনাবেচা নিয়েই শুধু ব্যস্ত রইলেন। সারা রাত একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে এক মহিলা হাসপাতালের দরজায় অপেক্ষা করলেন, সেটা দেখার কারও সময় নেই!’

তবে সিভিল সার্জেন ডঃ এস কে শ্রীবাস্তবের দাবি, ‘সুনীল একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিল। ও হাসপাতালের বাইরে প্রায়ই বসে থাকত।’ কিন্তু সুনীলের চিকিৎসা চেয়েও কেন পাওয়া গেল না, সে ব্যাপারে সদুত্তর দিতে পারেননি তিনি।

ঘটনাটিকে অবশ্য গাফিলতি হিসেবে দেখে দোষীদের কড়া শাস্তি হবে বলে জানিয়েছেন কালেক্টর কুমার পুরুষোত্তম। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধুরী ট্যুইট করে ঘটনার জেলাশাসক পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ডেপুটি কালেক্টর সোনম জৈন ঘটনা সম্পর্কে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।