সুশান্তের সঙ্গে রুপোলি পর্দায় একসঙ্গে অভিনয় করার কথা ছিল বান্ধবী রিয়ার! বলছেন পরিচালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2020 01:42 PM (IST)
একসঙ্গে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর! রুপোলি পর্দায় তুলে ধরা বাকি ছিল সুশান্তের নাচের দক্ষতাকেও। কিন্তু রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে আসা খবর থামিয়ে দিল সবটা। সুশান্তকে নিয়ে তাঁর ছবির পরিকল্পনার কথা খোলসা করলেন রুমি জাফরি।
মুম্বই: একসঙ্গে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তীর! রুপোলি পর্দায় তুলে ধরা বাকি ছিল সুশান্তের নাচের দক্ষতাকেও। কিন্তু রবিবার দুপুরে বান্দ্রার ফ্ল্যাট থেকে আসা খবর থামিয়ে দিল সবটা। লকডাউনে কাজে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু সব ছেড়ে কেন সিদ্ধান্ত নিলেন জীবনকে থামিয়ে দেওয়ার? অন্য অনেকের মতো এই প্রশ্নের উত্তর নেই পরিচালক-লেখক রুমি জাফরির কাছেও। সুশান্তকে নিয়ে তাঁর ছবির পরিকল্পনার কথা খোলসা করলেন তিনি। বলিউডে জল্পনা ছিল সুশান্ত সিং রাজপুত ও বাঙালি অভিনেত্রী রিয়া-র সম্পর্ক নিয়ে। তবে কখনও নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি তাঁরা। কিন্তু একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে তাঁদের ছবিও। এবার রুমি জাফরি জানান, রিয়ার সঙ্গে একটি নতুন ছবিতে স্বাক্ষর করেছিলেন সুশান্ত। রুমি জাফরি জানান, তাঁর প্রোজেক্টের একটি ছবিতে কাজ করার কথা ছিল সুশান্তের। সেই ছবিতে নিজের নাচের দক্ষতাকে তুলে ধরতে পারতেন সুশান্ত। শাহরুখ খানের অভিনয় ও গোবিন্দার নাচের অনুরাগী ছিলেন নায়ক। সুশান্তের ইন্ডাস্ট্রিতে বেশি বন্ধু ছিল না বলেই জানিয়েছেন রুমি। রুমি আরও বলেন, সুশান্তের জন্যই ছবির চিত্রনাট্য লিখছিলেন তিনি। সেই ছবি আর করবেন না বলেই জানিয়েছেন পরিচালক। শেষবার সুশান্তের ম্যানেজারের মৃত্যুর পর তাঁকে মেসেজ করেছিলেন পরিচালক। তাতে উত্তর দিয়ে সুশান্ত লিখেছিলেন, 'ভালোবাসা'। ফের কাজে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।