কলকাতা: নির্জলা একাদশীর ঠিক পর ও দেবসায়নী একাদশীর আগে পড়ে যোগিনী একাদশী। এ বছর এই একাদশী পড়েছে ১৭ জুন, অর্থাৎ আগামীকাল।
উত্তর ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ়ের কৃষ্ণপক্ষে পড়ে যোগিনী একাদশী। আর দক্ষিণ ভারতীয় ক্যালেন্ডার মতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ম পক্ষে। সব একাদশীর মত এটিও ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত।
একাদশী তিথি পড়েছে আজ, ভোর ৫টা ৪০ মিনিটে। শেষ হবে আগামীকাল সকাল ৮টা বাজতে ১০-এ।
যাঁরা একাদশী ব্রত পালন করেন, এদিন উপবাস করেন তাঁরা। যাঁরা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান, তাঁদের জন্য এই একাদশী পালন করা জরুরী, এর ফলে স্বাস্থ্যও ভাল থাকে। এদিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে ৮৮ জন ব্রাহ্মণভোজন করানোর পুণ্যলাভ হয়।
আগামীকাল যোগিনী একাদশী, জেনে নিন এই দিনের মাহাত্ম্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2020 11:31 AM (IST)
এদিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে ৮৮ জন ব্রাহ্মণভোজন করানোর পুণ্যলাভ হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -