তদন্তে জানা গিয়েছে যে, বেশ কিছু জায়গায় সুশান্ত সম্পত্তি নিয়েও খোঁজখবর করেছিলেন। উল্লেখ্য, মুম্বই পুলিশের প্রধান পরমবীর সিংহ দাবি করেছিলেন যে, সুশান্ত গুগলে 'যন্ত্রণাহীন মৃত্যু' সম্পর্কে খোঁজখবর করেছিলেন। জানা গেছে, মৃত্যুর কিছুদিন আগে হিমাচল প্রদেশ, কেরল ও কুর্গে সম্পত্তি নিয়ে খোঁজখবর করেছিলেন। এ ব্যাপারে রিয়া চক্রবর্তী সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুশান্ত কুর্গে চলে যেতে চেয়েছিলেন এবং এ ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন।
এছাড়াও সুশান্তর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজনের বক্তব্য, জৈব চাষ নিয়ে উৎসাহী ছিলেন সুশান্ত। এ জন্যই কেরলে জমির খোঁজ করছিলেন তিনি।
জানা গেছে, এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের সবারই লাই ডিটেক্টর টেস্ট করাতে পারে পারে সিবিআই। কারণ, এই মামলার মূল সন্দেহভাজনদের বয়ান একে অপরের সঙ্গে মিলছে না।