ট্রেন্ডিং

বলিউড অভিনেতার আচমকা মৃত্যু ! জিতের সঙ্গে কাজ করেছেন বাংলাতেও

গাউন জোড়া ফুলের কাজ, ঝলমলে রূপটান.. কান-এর লাল গালিচায় অপেক্ষার অবসান ঘটালেন আলিয়া

'হেরা ফেরি ৩' থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, ফেরত দিলেন পারিশ্রমিকের টাকাও!

'হেরা ফেরি ৩'-র শ্যুটিং শুরু করেও ছবি ছাড়লেন? পরেশ রাওয়ালকে 'অপেশাদার' বলতেই এল স্পষ্ট উত্তর

ভারতে নিষিদ্ধ, ফের বলিউড ছবিতে নিজেকে দেখতে চান? সাফ জবাব দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা
ইনস্টাগ্রামে আনফলো, আলাদা ছুটি কাটানো... যশ-নুসরতের সম্পর্কে ভাঙনের গুঞ্জন আরও জোরাল!
আর্থিক অনটনে ভুগছিলেন সুশান্ত? নিশ্চিত হতে অভিনেতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ
গত সপ্তাহে যশ রাজ ফিল্মস-সহ তিনটি প্রথম সারির প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা।
Continues below advertisement

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে এবার অভিনেতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করল বান্দ্রা থানার পুলিশ।
ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এসে গিয়েছে তদন্তকারীদের হাতে। তাতে বলা হয়েছে, অভিনেতার মৃত্যু হয়েছে অ্যাসফিক্সিয়ায়। যেটা গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লে। তবে তদন্ত থামায়নি পুলিশ। জানা গিয়েছে, সুশান্তের অর্থনৈতিক অবস্থা নিয়ে জানতে তাঁর সিএ সঞ্জয় শ্রীধরকে ডেকে পাঠানো হয়েছিল।
গত সপ্তাহে যশ রাজ ফিল্মস-সহ তিনটি প্রথম সারির প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তির কপিও চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রযোজনা সংস্থার প্রতিনিধিদের এখনও প্রয়োজন পড়লেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে