নয়াদিল্লি: করোনাভাইরাসের জন্য এখনও বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন। ফলে ডেটা খরচ হচ্ছ অনেক বেশি। সমস্যা হল, অনেক ক্ষেত্রে আপনার ডিউটি শেষ হওয়ার আগেই ডেটা ফুরিয়ে যাচ্ছে, ফলে মুশকিল হচ্ছে কাজ করতে। এই পরিস্থিতিতে জেনে নিন জিও, এয়ারটেল ও ভোডাফোনের দারুণ কিছু প্রি পেড প্ল্যান।


জিওর ৩৪৯ টাকার প্ল্যান

জিও এই সময় ৩৪৯ টাকার যে প্ল্যানটি দিচ্ছে তাতে রোজ ৩ জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য। জিও থেকে জিও আনলিমিটেড কলিংয়ের সুবিধেও রয়েছে। আবার নন-জিও নেটওয়ার্কে ফোন করার জন্য ১০০০ মিনিট পাওয়া যাবে। আর আছে রোজ ১০০টি ফ্রি এসএমএস। সঙ্গে জিও অ্যাপসের সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানে রোজ ১০০ এসএমএস ফ্রি, সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য। রোজ পাবেন ৩ জিবি ডেটা। এর সঙ্গে জি৫, এয়ারটেল এক্সট্রিম ও বিঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন মিলবে।

ভোডাফোনের ৩৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি  ৫৬ দিনের। এতে রোজ ১০০ এসএমএস ফ্রি পাবেন আপনি। আর পাওয়া যাবে রোজ দেড় জিবি + দেড় জিবি ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধে। পাশাপাশি জি৫ আপ ভোডাফোন প্লে-র ফ্রি সাবস্ক্রিপশন।

তিনটি প্ল্যানই বাজারে এসেছে ওয়ার্ক ফ্রম হোমের কথা মাথায় রেখে। এবার আপনার সুবিধে মত প্ল্যান বেছে নিন।