মুম্বই: রবিবার দুপুরে হঠাৎ দুঃসংবাদ। টিনসেল টাউনকে আচমকাই বিদায় জানালেন এক অন্যতম সম্ভবনাময় নায়ক। সুশান্ত সিং রাজপুত। বান্দ্রায় ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। সুশান্তের মৃত্যু ঘিরে তারপর থেকেই উঠে আসছে একাধিক তত্ত্ব। সত্যিই কি আত্মহত্যা করেছিলেন সুশান্ত? ঠিক কোন কারণ এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিল নায়ককে? বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিভিন্ন জল্পনা।

তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে একাধিক তথ্য। সুশান্তের ঘর থেকে মেলেনি কোনও সুইসাইড নোট। পাওয়া গিয়েছে হাইপার টেনশন সহ একাধিক ওষুধ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে সুশান্তের। আত্মহত্যার কারণ হিসাবে জোরদার হচ্ছে অবসাদের তত্ত্ব।

আজ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ট্যুইট করে লেখেন, ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত। কিন্তু অনেক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত। পেশাদারি জগতে প্রতিদ্বন্দ্বিতার কারণেই আত্মঘাতী হয়েছেন সুশান্ত। মহারাষ্ট্র পুলিশ এই দিকটিও তদন্ত করে দেখবে।



২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে বলিউডে শুরু হয়েছিল সুশান্ত-ম্যাজিক। শেষ ছবি 'দিল বেচারা' সাফল্য পেল কি না জানার আগেই চলে গেলেন সুশান্ত সিং রাজপুত।