মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ ও পক্ষপাতিত্বের অভিযোগ নতুন করে উস্কে দিয়েছে। এরইমধ্যে সুশান্তর মৃত্যুর মামলায় নয়া মোড় এসেছে। সুশান্তর বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। রিয়ার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন সুশান্তর বাবা।

বলিউডের অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রিতে বৈষম্যের কারণে সুশান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর এটাই তাঁকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছিল।

উল্লেখ্য, এফআইআরে জানানো হয়েছে, সুশান্ত ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে ওঠেন তাঁর গার্লফ্রেন্ড রিয়া। সুশান্তর বাবা এফআইআরে জানিয়েছেন, আমার ছেলে সুশান্ত ফিল্ম লাইন ছেড়ে কেরলে অর্গানিক কৃষির ব্যবসা করতে চেয়েছিল।

সুশান্তর বাবার অভিযোগ, তাঁর ছেলে ইন্ডাস্ট্রি ছাড়তে চাইলে রিয়া হুমকি দিয়েছিলেন। রিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাঁর কথা না শুনলে তিনি সংবাদমাধ্যমে সুশান্তর মেডিক্যাল রিপোর্ট ফাঁস করে দেবেন এবং সবাইকে বলবেন যে, সুশান্ত মানসিক ভারসাম্য হারিয়েছেন।

সুশান্তর বাবার আরও অভিযোগ, রিয়ার যখন মনে হচ্ছিল যে, তাঁর কথা সুশান্ত শুনবেন না তখন তিনি সুশান্তকে ব্ল্যাকমেল করতে শুরু করেন এবং সুশান্ত অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা গায়েব হতে থাকে।

তিনি আরও অভিযোগ করেছেন, রিয়া সুশান্তর বাড়িতেই থাকতেন। সুশান্তর মৃত্যুর কিছুদিন আগে তিনি প্রচুর জিনিসপত্র, নগদ, গয়না, ল্যাপটপ, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড, পিন নম্বর, সুশান্তর গুরুত্বপূর্ণ কাগজপত্র, চিকিত্সার সমস্ত কাগজপত্র নিয়ে চলে যান। সেই সঙ্গে তাঁর ছেলের ফোন নম্বরও নিজের ফোন থেকে রিয়া ব্লক করে দেন বলেও সুশান্তর বাবার অভিযোগ।