মুম্বই: বলিউডে শোকের ছায়া। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই অবিশ্বাস্য দুঃসংবাদে হতচকিত সিনেমা-জগত। এমন প্রতিভাবান অভিনেতা কেন এই চরম সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তাঁর পরিচারক পুলিশকে ফোন করে ঘটনার খবর দেন। দুর্ঘটনার সময় তাঁর কিছু বন্ধুও বাড়িতে ছিলেন বলে জানা গেছে। সকালে উঠে বন্ধুরা সুশান্তকে ডেকেও কোনও সাড়া পাননি। তাঁরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁকে।


জানা গেছে, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের। তাঁর ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে  এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর।

কয়েকদিন আগে সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মুম্বইয়ের মালাডে মালবনী এলাকায় একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা, শোকস্তব্ধ বলিউড

১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিহারের পটনায় জন্ম সুশান্তের। সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে রূপোলি পর্দায় পা রাখা। ২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। সিরিয়ালের নাম ছিল কিস দেশ মে হ্যায় মেরা দিল। প্রথম সিনেমা ২০১৩-এ ‘কাই পো চে’। ধোনির বায়োপিকে সুশান্ত সিংহ রাজপুতের অভিনয় নজর কাড়ে গোটা দেশের। এরপর একে একে শুদ্ধ দেশি রোমান্স, পিকে, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি, রাবতা, কেদারনাথ, ছবিতেও অভিনয় করেছেন তিনি। শেষ ছবি ছিছোড়ে। ওয়েবে রিলিজ হয়েছে ‘ড্রাইভ’ সিনেমাটি। পুলিশ সূত্রে খবর, সুশান্তের বাড়ির পরিচারক তাঁর আত্মহত্যার খবর থানায় জানান। সেইমতো বাড়ি গিয়ে পৌঁছন পুলিশ আধিকারিকরা।

টেলিভিশন সিরিয়াল দিয়ে শুরু কেরিয়ার, ধোনির বায়োপিকে নজরকাড়া অভিনয় সুশান্ত সিংহ রাজপুতের