বীরভূম: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে বন্ধ ছিল বীরভূমের তারাপীঠ মন্দির। লকডাউনের পর আনলকডাউনের প্রথম পর্যায়ে স্বাস্থ্যবিধি নেমে ধর্মস্থান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। কিন্তু এরপরও খোলেনি তারাপীঠের মন্দির। ভক্তদের জন্য  ২০ জুন পর্যন্ত বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সেবা সংঘের বৈঠকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত।২০ জুনের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে নিত্যপুজো যেমন হয়, তা চলবে।


মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ জুন মন্দির খোলার একটা কথা ছিল। কিন্তু সংক্রমণ বৃদ্ধির জন্য এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের কথা মাথায় রেখে আপাতত মন্দির ২০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।