ধোনি কন্যা জিভার দু বছর, শুভেচ্ছা জানালেন অন-স্ক্রিন বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2017 05:24 PM (IST)
মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভা আজ দু বছর পূর্ণ করল। ছোট্ট জিভাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অন-স্ক্রিন বাবা সুশান্ত সিংহ রাজপুতও। প্রসঙ্গত, 'এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি'তে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত। তাই আজ তাঁর চরিত্রের অনুপ্রেরণা ধোনি কন্যাকে টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা। ধোনির সঙ্গে সাক্ষী সিংহ রাওয়াতের বিয়ে হয় ২০১০ সালে। তারপর বিয়ের পাঁচ বছর বাদে আবির্ভাব জিভার।