মুম্বই: ব্ল্যাক হোল থেকে ক্রিকেট ম্যাচ, তথ্যচিত্র থেকে লাইভ পারফরম্যান্স, সবেতেই সঙ্গী ছিলেন সুশান্ত। তাঁর মৃত্যুতে পুরনো ছবি পোস্ট করে স্মৃতিচারণ করলেন সুশান্ত সিং রাজপুতের ক্রিয়েটিভ ম্যানেজার।

সামনে রাখা ট্রলি ব্যাগ। তার সামনেই মাটিতে বসে আছেন তিনজন। মোবাইলে মগ্ন হয়ে দেখছেন কোনও ভিডিও। ছবিতে বন্ধুদের সঙ্গে যিনি রয়েছেন, তাঁর মৃত্যুই বর্তমানে জল্পনার চর্চায়। সুশান্ত সিং রাজপুত। তাঁর এই ছবিটি পোস্ট করেছেন এক পুরনো বন্ধু। সঙ্গে লিখেছেন, ''আমরা বাড়ি ফেরার বিমানের অপেক্ষা করছিলাম। আমরা আপনার ফোন থেকে একটি ভিডিও চালিয়েছিলাম। মঞ্চে আপনার লাইভ পারফরম্যান্স থেকে ব্ল্যাক হোল নিয়ে তথ্যচিত্র বা ক্রিকেট, একজন ভাই, একজন বন্ধু, একজন শিক্ষক বা একজন মেন্টর হিসাবে আপনি এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির আশেপাশে কোথাও না কোথাও আছেন। শান্তিতে থাকবেন সুশান্ত স্যার।''



শ্রদ্ধা কপূর, ভূমি পেডনেকর থেকে শুরু করে বন্ধু, আত্মীয়রা, বারে বারে তাঁদের কথায় ফিরে আসছেন সুশান্ত ও তাঁর স্মৃতি।