সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে উইকেটকিপার হিসাবে কে এগিয়ে? সরফরাজ বলেছেন, ‘এমএস ধোনি।’ আন্তর্জাতিক ক্রিকেটে ৯০৫ শিকার রয়েছে গিলক্রিস্টের। ধোনির সাফল্যের ঝুলিতে রয়েছে ৮২৯ শিকার। তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার মার্ক বাউচার। উইকেটকিপার হিসাবে তাঁর শিকারের সংখ্যা ৯৯৮।
ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সরফরাজ। ‘ভারত-পাকিস্তান, দু দেশের ক্রিকেটারদেরই খেলাটা নিয়ে প্রচুর ভালবাসা আর আবেগ আছে। ব্যক্তিগতভাবে আমি দু দেশের ক্রিকেটারদের মধ্যে সুসম্পর্ক দেখেছি। ২০০৭ সালে যখন ভারতে গিয়েছিলাম, বা পরে ২০০৮ সালে ভারতীয় দল যখন পাকিস্তানে এসেছিল, দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে বলে খাওয়া-দাওয়া, গল্প করতে দেখেছি। তবে দুর্ভাগ্যবশত এখন আর দু দেশের খেলা হচ্ছে না। আমি আশাবাদী, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে আর দু দেশের ক্রিকেটারেরা ফের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে,’ বলেছেন সরফরাজ।