“আমি মানুষের প্রতি কৃতজ্ঞ, যাঁরা মনে করেন, সুশান্ত একজন অসাধারণ অভিনেতা।”, এক ভিডিও-বার্তায় বললেন অভিনেত্রী।
“এখনও তো এতকিছু বাকি ছিল সুশান্ত?” ক্যাপশনে লিখেছেন তিনি।
তিনি আরও লেখেন, “আমি অন্তত ১০০ বার আমার ওয়েব পেজ রিফ্রেশ করেছি, ভেবেছি কোনও ভয়ঙ্কর জোকস পড়ছি। ....আমি আমার অনুভূতি লুকোতে পারি না...চেষ্টা করছি”
'দিল বেচারা' নিয়ে সঞ্জনা লেখেন, অনেক অসুবিধা, বাধার পর একসঙ্গে এই ছবিতে কাজ করা। তাঁর প্রথম ছবি আর সুশান্তের মতে, এখনও পর্যন্ত করা তাঁর সেরা ছবি।
কাজের সময় সুশান্ত তাঁকে কতরকম সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন, তা নিয়েও লিখেছেন সঞ্জনা।
সুশান্তের উদ্দেশে তাঁর বার্তা, “এত সমস্যার মধ্যেও তুমি সেটে আমাকে বলতে, 'রকস্টার...এত ভাল অভিনয় কেউ করে পাগল!' ছবি করার ছোট-বড় জিনিস সম্পর্কে আমাকে বুঝিয়েছিলে। ”
শুধু তাই নয়, ছোট্ট কোনও অভিব্যক্তি একটি দৃশ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, এমন মনে করলে, সুশান্ত তাঁকে বলতেন। সেই সঙ্গে সিনেমা ছাডা়ও অনেক অন্য বিষয় নিয়ে আলোচনাও হল তাঁদের। যেমন আগামী প্রজন্মকে কীভাবে শিক্ষা দেওয়া দরকার, এই নিয়ে।
''সারা পৃথিবী এখন সুশান্তের দিকে তাকিয়ে। আর সুশান্ত এখন তাঁর মায়ের কাছে।'', এভাবেই তাঁর আবেগ ব্যক্ত করেছেন সঞ্জনা।