পটনা: মেরি এলিজাবেথ ফ্রে-র কবিতা ‘ডু নট স্ট্যান্ড অ্যাট মাই গ্রেভ অ্যান্ড উইপ’ আবৃত্তির মাধ্যমে সুশান্ত সিংহ রাজপুতকে স্মরণ করল তাঁর স্কুল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে ২০০১-এর ব্যাচের পড়ুয়া সুশান্তের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

পটনার স্কুলের পড়াশোনা শেষ করার পর ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেন সুশান্ত। কিন্তু কলেজে ভর্তি হলেও, পড়া শেষ না করেই অভিনয় জগতে চলে যান তিনি। বিনোদন জগতে তিনি তৎকালীন বড়মাপের তারকাদের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ শুরু করেন। ছোটপর্দায় কাজ শুরু করে তিনি সাফল্য পান। এরপর তিনি বড়পর্দায় কাজ শুরু করেন। ‘ছিছোড়ে’, ‘পিকে’, ‘কাই পো চে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ড্রাইভ’-এর মতো ছবিগুলিতে তাঁর অভিনয় নজর কেড়ে নেয়। বিশেষ করে  ‘ছিছোড়ে’, ‘পিকে’, ‘কাই পো চে’  ও ধোনির বায়োপিকে অভিনয়ের জন্য তিনি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ এখনও মুক্তি পায়নি। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে।

এ মাসের ১৪ তারিখ সুশান্ত আত্মহত্যা করার পর থেকেই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন বহু মানুষ। তাঁর স্কুলের প্রাক্তনীদের ফেসবুক পেজে স্কুল ইউনিফর্ম পরা ছবি শেয়ার করা হয়েছে। অনেকেই প্রয়াত অভিনেতাকে স্মরণ করছেন।

সুশান্তর মৃত্যু নিয়ে অবশ্য জটিলতা অব্যাহত। অনেকেরই দাবি, তাঁকে খুন করা হয়েছে। মুম্বই পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই অভিনেতা আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে তদন্তকারীরাও সন্দিহান। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।