দুজনের অনেক কথা হয়। তা ভাগে ভাগে স্ক্রিন শট তুলে প্রকাশ করেন শ্বেতা। তাতে বোঝা যায়, দুই ভাই-বোন মনের দিক থেকে কতটা কাছাকাছি ছিলেন ষ সেই সঙ্গে শ্বেতা তাঁর বিয়ের অ্যালবাম থেকে সুশান্তের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন। সেখানে সুশান্তকে দেখলে বোঝা যাবে, এই কয়েক বছরে কতটা বদলে গিয়েছেন সুশান্ত।
সুশান্তের মনের অবস্থা বুঝে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে আসার অনুরোধ করেন।
উত্তরে সুশান্ত লেখেন, 'খুবই মন চায়, দিদি'।
শ্বেতা আরও লেখেন, তাদের দুই ভাইবোনকে সকলে আদর করে গুড়িয়া-গুলশন বলে ডাকতেন। শ্বেতা আরো লেখেন, কীভাবে অনেক প্রার্থনার পর সুশান্তের জন্ম হয়েছিল। তাঁরা দুজনে একসঙ্গে নানারকম দুষ্টুমি করতেন। খেলাধুলো, পড়াশুনো, সবই করতেন তাল মিলিয়ে।