সুশান্তের মৃত্যুর পর, তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ জানান, সম্প্রতি সুশান্তের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল রিয়ার। মৃত্যুর আগের দিন বা দিনকয়েক আগে সুশান্তের ফ্ল্যাট থেকে চলে যান রিয়া। তারপর নাকি রিয়াকে ফোন করেও উত্তর পাননি সুশান্ত। যদিও এই ঘটনার সত্যতা জানা যায়নি।
রিয়ার সঙ্গে একটি রোম্যান্টিক কমেডিতে কাজ করারও কথা ছিল সুশান্তের। শুটিং শুরু হবার কথা ছিল মে-মাসে। কিন্তু লকডাউনের জন্য তাও পিছিয়ে যায়।
এর আগে বুধবার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার বয়ানও রেকর্ড করে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের তিনি জানিয়েছেন, ২৭ মে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেন সুশান্ত। মুকেশ জানিয়েছেন, এরপর ধন্যবাদ জানিয়ে তিনিও সুশান্তকে মেসেজ করেন। জিগ্যেস করেন, কেমন আছ? মুকেশের দাবি, এরপর আরও একটি এসএমএস-এ সুশান্ত লেখেন, তিনি ভাল নেই।কী হয়েছে জানতে চান মুকেশ। কিন্তু তাঁর দাবি, এরপরই সুশান্ত তাঁকে লেখেন, আমি ঠিক আছি, আমি ঠিক হয়ে যাব।
গত রবিবার বান্দ্রার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। সুশান্তের বাবার সঙ্গেও এর আগে কথা হয়েছিল পুলিশের। তিনি নাকি পুলিশকে জানান, সিনে ইন্ডাস্ট্রির চাপে ছিলেন সুশান্ত। বাবাকে সে-কথা জানিয়েও ছিলেন তিনি।
সোমবার মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার পটনায় গঙ্গায় ছেলের অস্থিকলস ভাসান সুশান্তের বাবা।