নয়াদিল্লি:  মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী ছিল্লর চিনে শিরোপা জেতার সঙ্গে সঙ্গেই জিতে নেন, সারা ভারতের প্রতিটি মানুষের হৃদয়। শিরোপা জয়ের পর থেকেই তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন কাগজ, টেলিভিশন, ওয়েবসাইট এবং বিজনেস বৈঠকের কেন্দ্রে। এরমধ্যেই মানুষী দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

তবে এই জয়ের মাঝেই, আচমকা সেপ্টেম্বর মাসের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মানুষীর সঙ্গে বিমানে দেখা হয়ে গিয়েছে সুস্মিতা সেনের । সেসময় মানুষী শুধুমাত্র মিস ইন্ডিয়ার শিরোপাটাই জিতে ছিলেন। তবে বর্তমান মিস ওয়ার্ল্ডকে দেখে স্নেহের আলিঙ্গনে জড়িয়ে ধরেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তারপর মানুষীকে জেতার কিছু টিপসও দেন। তিনি বলেন নিজের সেরাটা দিও, প্রতিযোগিতা তুমিই জিতবে।

দেখুন সেই ভিডিওটি