মুম্বই: কোমরে বাঘের এক বিশাল ট্যাটু আঁকিয়েছেল সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেই ছবি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।
বাঘের মুখ উঁকি মারছে একটি পদ্মফুল থেকে। এ ব্যাপারে সুস্মিতা লিখেছেন, তাঁর স্পিরিট পদ্মের মতই উজ্জ্বল ও কমনীয়। আবার বাঘের মতই ক্ষিপ্র ও হিংস্র। সবটাই নির্ভর করছে হৃদয়ের কোনও অংশে সাড়া জাগাচ্ছেন আপনি।
[embed]https://www.instagram.com/p/BgbLY5HHNZl/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BgbO77cnoY4/?taken-by=sushmitasen47[/embed]
দিনকয়েক আগে দুই মেয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা। তাতে দেখা যাচ্ছে, মেয়েদের ইংরেজি বানান ধরছেন তিনি।
[embed]https://www.instagram.com/p/BgRc3TxHP2F/?taken-by=sushmitasen47[/embed]
দেখুন! কোমরে বাঘের ট্যাটু আঁকালেন সুস্মিতা
ABP Ananda, Web Desk
Updated at:
18 Mar 2018 11:26 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -