মুম্বই: পাঁচ বছর পর পর্দায় ফিরেছেন তিনি। ‘আরিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুস্মিতা সেন। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যেও উন্মাদনা। গত ১৯ জুন একটি জনপ্রিয় ওয়েব মঞ্চে মুক্তি পেয়েছে ‘আরিয়া’। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন চন্দ্রচূড় সিংহ, সিকন্দর খের, অঙ্কুর ভাটিয়া, নমিত দাস, ফ্লোরা সাইনি ও অন্যান্যরা।

এরই মধ্যে এক ভক্তের হাতে লেখা চিঠি পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন সুস্মিতা। শুধু চিঠি নয়, সেই ভক্ত তাঁকে প্রেমপত্র পাঠিয়েছেন। সুস্মিতা সেটি শেয়ার করে লিখেছেন, ‘প্রেমপত্র পেলাম। বছরের পর বছর ধরে প্রচুর ভালবাসা আর উদারতা পেয়ে আমি ধন্য। তবে আমি সবচেয়ে ভালবাসি পুরনো ঘরানার হাতে লেখা চিঠি। আমাকে এখনও পর্যন্ত যত চিঠি পাঠানো হয়েছে, সব পড়েছি। সাধারণত প্রচুর আবেগ থাকে সেই সমস্ত চিঠিতে। তবে এই প্রথম এমন একটা চিঠি পেলাম যেটা পড়তে এক সেকেন্ড সময় লাগল। কী প্রাণবন্ত। আমিও তোমাকে ভালবাসি।’



প্রসঙ্গত, চিঠিতে সেই ভক্ত শুধু ইংরেজিতে লিখেছেন, ‘আই লভ ইউ।’